বিশেষ প্রতিনিধি।। কক্সবাজারের চকরিয়ায় এনজিও থেকে ঋণ নিয়ে বাবার চিকিৎসা করতে চট্টগ্রাম যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়ে ৩৫ হাজার টাকা খুইয়েছেন জান্নাতুল মাওয়া নামে এক নারী। তিনি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানচর এলাকার মো. ইছমাইলের মেয়ে।

বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে চকরিয়া পৌরশহরের ওয়াপদা রোড়ে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

ছিনতাইয়ের শিকার জান্নাতুল মাওয়া বলেন, সকালে চকরিয়া বিএমচর ইউনিয়নে অবিস্থত একটি এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নেই। দুপুরে আমার অসুস্থ বাবা মো. ইছমাইলের চিকিৎসা করতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে চকরিয়া পৌরশহরের ওয়াপদা রোড়ের মাথায় পৌঁছালে দুই ছিনতাইকারী গতিরোধ করে।

এরপর আমার ব্যাগের চেইন খুলে ৩৫ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন শাহজাহান নামে এক ছিনতাইকারীকে ধরে উত্তমমাধ্যম দেয়।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এক ছিনতাইকারী আটক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Exit mobile version