কোজাগরী আকাশ
আল আমিন জুয়েল এফসিএ
কোজাগরী আকাশ তুমি
যবে আসো নিশির কোলে
তিতির পালক চুমে ভূমি
অদেখা রূপ দেখার ছলে ǁ
জোনাক ডাকি আমায় বলে
ছবির ভাষা কবি জানে
নয়ন তারায় আবির ভুলে
আকুল হৃদয় নেয় গো টেনে ǁ
আধার হরা সাদা শশী
সায়র কোলে ছল্লো হাসি
ভাজ খোলা ঢেউ যুদ্ধে মাতি
পাড়ের বুকে মরার জাতি ǁ
নিশির কোলে ঝড়া স্বপোন
সাদা-কালোর অনড় জুটি
সোহাগ জাগায় ওই বাতায়ন
কোজাগরীর দিলাম ছুটি ǁ