নিজস্ব প্রতিবেদক।। প্রতি বছরের ন্যায় এবছরও প্রবীণ দিবসে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন পন্ডিত জৈনদ্দিন ফাউন্ডেশন।  দিবসটি উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে শনিবার (১ অক্টোবর) বিকালে শতাধিক প্রবীণদের নিয়ে  রেলী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স.ম জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ও বক্তব্য রাখেন দক্ষিণ বাংলার সাহসী ও খ্যাতিমান কবি মুস্তফা হাবীব।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমথ চন্দ্র সরকারের সঞ্চলনায় এসময়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন   শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক  শিক্ষক শ্রীকৃষ্ন বন্ধু দাস, স্বর্ণ কর্মকার।

এছাড়াও প্রবীণদের মধ্য থেকে  বক্তব্য রাখেন আবদুর রব হাওলাদার, আব্দুল মন্নান ফকির, শাহজাহান ফকির, আজিজুল হক  মানিক   প্রমুখ।

রেলী ও  আলোচনা সভা অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রবীণদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে মেডিসিন বক্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রবীণ বক্তারা স.ম জসিম উদ্দিনকে এমহতী উদ্যোগ গ্রহণ করার জন্য সাধুবাদ ও  দোয়া করেন।

উল্লেখ, গত বছর প্রবীণ দিবসে সংগঠনটির আয়োজনে প্রবীণদের মাঝে বেতের লাঠি বিতরণ করা হয়েছিল।

আগাত প্রবীণ ব্যক্তিগণ।

Share.
Exit mobile version