গতি-জড়তা এবং অন্যান্য কবিতা

-মুশফিক শুভ

১.

দেয়ালে ঘষছে- শিরিশ কাগজ;
সময় ছুটছে- বেয়ারিং চাকায় ভর করে।

খসে পরে-
পলেস্তার;
রঙের স্তুপ;
ক্লান্তি মাখা দীর্ঘশ্বাস।

আমরা শিখি- গতি ও জড়তা।

অথচ,
পরিবর্তন- স্থির;
চেতনাগুলো- সাময়িক;
মুক্তির পথ- অবরুদ্ধ।

রাতভর;
আমাদের চোখ জেগে থাকে- লালসার বিজ্ঞাপন হয়ে।

২.

সমুদ্র জেনেছিল প্রথম- হাওয়ার বিজ্ঞান;
স্রোত ও নাবিক- গন্তব্যহীন;
যাত্রীদের চোখে ঘুম নেই।

জলের বুকে কুয়াশার তৃষ্ণা।

এখন শরৎ;
কাশফুলের ইশারায়- উতলা শিশির জল;
মেঘের বিরহে বৃষ্টি ঝরে- শীত আসে;
বুকের ভাজে ঘাম শুকায়- তৃষ্ণা বাড়ে।

আঁধার বাড়ে।

ধীরে ধীরে নিকটবর্তী হতে থাকে- সুবহে সাদেক।

৩.

ছুটছি- নীড়ে;
নাড়ির টানে;
গণ-পরিবহনে।

আজকাল এ আমার- রোজকার নিয়ম।

চারদিকে- যাত্রীদের কোলাহল;
ইঞ্জিনের শব্দ- কোরাস গায়;
গা ঘেষে দাঁড়িয়ে স্টপিস- যাত্রা বিরতি।

কন্ট্রাকটারের কণ্ঠে পুনরাবৃত্তি সুরে কলরবঃ
বাটাজোর- গৌরনদী- আগৈলঝারা।

ঘুমের ঘোরে আমার চোখ বুজে আসে;
হারিয়ে ফেলি আমার স্টপিজ।

হারিয়ে ফেলা যেন- জীবনের এক স্বাভাবিক নিয়ম।

৪.

কুল- অর্থঃ পাঠ করো।

অতঃপর;
শুরু হল পাঠ-
জ্ঞান এবং আধ্যাতিকতা।

নির্লিপ্ততা ভুলে- শুরু হোক- জ্ঞান আহরণ।

আমরা শিখি;
মনুষ্যত্ব এবং ভ্রাতৃত্ববোধ;
যা ছিল অজ্ঞাত- আমাদের পূর্ব পুরুষদের কাছে।

আমরা শিখি পার্থক্য-
আপেল এবং গন্ধমের।

তবু আমরা আবেগায়িত হই;
তার প্রতি- যা কিছু নিষিদ্ধ;
হতাশায় হতাশায় বিকল হতে থাকে-
বোধ ও মননশীলতা।

অথচ;
সত্যের ইশারায়- ভ্রম কেটে গেলে জীবন সুন্দর।

Share.
Exit mobile version