বিশেষ প্রতিনিধি।।  নাটোরের সিংড়ায় নীলচড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের হাতে মামা সবির মিয়া (৫৫) নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ভাগ্নে আশরাফুল ও ভগ্নিপতি বরকতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত সবির মিয়া নীলচড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে।

ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আশরাফুলের সাথে আ. রহিমের বিরোধ চলছিল। এ নিয়ে গ্রামের সালিশে মীমাংসা হয়। তবে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগ্নে ও ভগ্নিপতি উত্তেজিত হয়ে আ. রহিমের উপর চড়াও হয়ে মারপিট করে। এসময় আরেক মামা সবির মিয়া ভাগ্নে আশরাফুলকে বাধা দিলে তাকেও মারপিট করা হয়।

এসময় ভাগ্নের মারপিটে ঘটনাস্থলেই সবির মারা যায়। এদিকে আ. রহিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন সবিরের ভাগ্নে ও ভগ্নিপতিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুজনকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version