মেহেদী হাসান রিপন, নিজস্ব প্রতিবেদকঃ- ভালো কিছু কাজ করার মাধ্যমে পুরস্কার অর্জন করাটা খুবই গর্বের। পুরস্কার কর্মের মাধ্যমে আসে আবেগ বা অলসতা থেকে নয়। সবাই কষ্ট করে জীবনে ভালো কিছু অর্জন করার জন্য এর জন্য প্রয়োজন পরিশ্রম। যে কাজ দ্বারা নিজের ও অন্যের ভালো হয় সেই কাজ করতে হবে। তাই যে কাজই করুন না কেন শুধু পুরস্কারের আশায় করলে হবে না সে কাজ অবশ্যই সৎ উদ্দেশ্যে করতে হবে।

শুক্রবার ১৮ ই নভেম্বর বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার বর্ণমালা কিন্ডারগার্ডেনের সামনে
বাঘারপাড়া ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সিনিয়র স্টাফ হিসেবে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের সহ- সাধারণ সম্পাদক পরিমল বিশ্বাস কে
বিশেষ সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ হাসিবুল ইসলাম কে ও সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদের ।

এসময় পরিমল বিশ্বাস তার অনুভুতি প্রকাশ করে বলেন,পুরস্কারের চেয়ে কাজটা বেশি গুরুত্বপূর্ণ তাই কাজকে গুরুত্ব দিতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের লক্ষ্য অর্জন করাটাই একটি পুরস্কার সকলে মিলেমিশে খুবই আন্তরিকতার সাথে বাঘারপাড়া বাসীদের ভিতর জনসচেতনতা ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা সভা শেষ করলাম । পুরস্কার পেলে সবারই ভালো লাগে। আমারও ভালো লাগছে, এই অর্জনের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। সম্মান পেয়ে বেশ গৌরববোধ করছি
সবার প্রতি আমি কৃতজ্ঞ। শুভ কামনা রইলো সকলের জন্য ।

Share.
Exit mobile version