বিশেষ প্রতিনিধি।। মৌলভীবাজারের রাজনগরে গৃহবধূ লিপি রানী দাস নামে এক নারীর কোলজুড়ে এলো চার সন্তান। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার সন্তানের জন্ম দেন লিপি রানী দাস। ৪ সন্তানই সুস্থ স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষায় দেখা যায় তার গর্ভে চার সন্তান রয়েছে। তিনি সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ ও সতর্কভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে সোমবার বিকালে চার সন্তানের জন্ম দেন লিপি রানী দাস। চার সন্তানের মধ্যে ২টি ছেলে ও দুটি মেয়ে সন্তান।
জন্মধাত্রী মা লিপি রানী দাস জানান, এক সঙ্গে সুস্থ ও স্বাভাবিক চার সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি। শিশু চারটির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো।
বর্তমানে চার শিশু ও তাদের মা ওসমানী মেডিক্যালে রয়েছেন। তাদের ৯ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। শিশুদের বাবা অমিত দাস জীবিকার অন্বেষণে দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। মাঝে মধ্যে তিনি স্বজনদের দেখতে দেশে আসেন। অমিত দাসও চার সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।