
তেরখাদা প্রতিনিধিঃ
মশা বাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উপদ্রব দূরীকরণে গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন এ প্রতিপাদ্যের উপর ব্র্যাক স্বাস্থ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচলনা করা হয়। এ সময় বাড়ির আনাচে কানাচে পানি ভর্তি ডাবের খোলা, ফুলের টব, পলিথিন, মাটির তৈরী মালসা ও কলসি ভাঙ্গা অপসারণ করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা ওই সব পরিবারের সদস্যদের সচেতনতা সৃষ্টির জন্য নানামুখি পরামর্শ প্রদান করেন। এসময় তিনি বলেন, বাড়ির আশপাশে এসব পাত্রে পানি জমে মশা বাহিত রোগের জীবানু তৈরী হয়। মশা বাহিত রোগের সৃষ্টি না হয় সে লক্ষ্যে তিনি সকলকে অধিকতর সচেতন হওয়ার আহবান জানান। অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিন, তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার এমডি আকাশ মাহমুদ হৃদয়, শিক্ষক সেখ হাফিজুর রহমান, শিক্ষক পিযুষ কুমার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম, মোঃ মাসুদ সিকদার। পরে ব্র্যাকের স্বাস্থ্য কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির লোকদেরকেও সচতন করা হয়। এ অভিযানে বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল দূর করতে পারলে তেরখাদা থেকে ডেঙ্গুর উপদ্রব কমে যাবে। তিনি সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।