অনলাইন ডেস্ক।। ফ্রান্সের লিঁও শহরের ভলক্স-এন-ভেলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

লিঁওর স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুন লাগার খবর পৌঁছায়। এরপর ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার কর্মী দুর্ঘটনাস্থলে চলে যান।

কিভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, সাত তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। আগুন সাত তলা পর্যন্ত পৌঁছায়। আগুনের ফলে সিঁড়িগুলো ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। খবরে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ‘ভয়াবহতম’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: গার্ডিয়ান

Share.
Exit mobile version