বিশেষ প্রতিনিধি।। বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে এনজিওর নামে লক্ষাধিক টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগর্্যাব সুত্রে জানা গেছে।

সুত্রমতে গত ১০/১৫ দিন পূর্বে বাটাজোর, ফিজিও থেরাপি সুইজ হাসপাতালের পাশে, ইয়াং পাওয়ার সোসাল এ্যাকশন নামে এনজিওর অফিস ভারা নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে লোন কার্যক্রম চালু করেন এই ভুয়া প্রতিষ্টানটি। এবং ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নের (১৫/১৬) জন গরীব অসহায় লোকদের মাঝে লোন দেওয়ার কথা বলে প্রতি জনের কাছ থেকে কৌশলে ২০/৩০ হাজার টাকা হাতিয়ে নেয় এই এনজিও নামের প্রতারক চক্র।

 সোমবার ওই সকল কর্মিদের মাঝে লোন বিতারনে কথা থাকলেও এনজিও মালিকরা অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন লোন গ্রহিতারা। বারংবার অফিসের ফোন নাম্বারে যোগাযোগ করেও কারো সারা না পেয়ে বিপাকে পরেছেন এ সকল ভুক্তভোগীরা। তাই এই প্রতারক চক্রকে খুঁজে পেতে সরকারের সর্বমহলের সহোযোগিতা কামনা করছেন এ সকল লোকজন।

Share.
Exit mobile version