বিশেষ প্রতিনিধি।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় ‘সীমা অক্সিজেন প্লান্ট’ নামের একটি প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনাস্থলে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম কালের কণ্ঠকে বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অনেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ভেতরে এখনো অনেকে আছেন। তাদেরকে উদ্ধারে কাজ চলছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থলের অবস্থা ভয়াবহ। এখানে উদ্ধার চালাতে ভুগতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
স্থানীয়রা জানা ন যে, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনির আহমেদ জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সামছুল আলম নামের এক ব্যক্তির মাথায় লোহাজাতীয় বস্তু উড়ে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।