রাঙা প্রভাত ডেস্ক।। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ করেছে সিপিবি, নারী শাখা গাইবান্ধা।বুধবার (৮ মার্চ ) বেলা ১২টায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি, গাইবান্ধা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারী নেত্রী মিতা হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, সিপিবি জেলা কমিটির সংগঠক এমদাদুল হক মিলন, নারী শাখার সহ-সম্পাদক মেহেরুন মুন্নী, নারী শাখার সদস্য বনা রানী, শারমিন আক্তার, মেহের নিগার, দুলালী বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর হাজার বছরের লড়াই সংগ্রামের এক অর্জন, এ দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। নিউইয়র্কের সুতাকলের নারী শ্রমিকদের মজুরি বৈষম্য, কর্মঘণ্টা ও অমানবিক পরিবেশের বিরুদ্ধে আন্দোলন সরকারের গুণ্ডা বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে দমন করতে চায়। ইতিহাসের সেই লড়াইয়ের ক্ষণকে স্মরণ করে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন নারী আন্দোলনকে বেগবান এবং জোরদার করার লক্ষ্যে এ দিবস ঘোষণার উদ্যোগ গ্রহণ করে। শুরুতে শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশগুলো পালন করলেও এখন পৃথিবী জুড়ে নানা আঙ্গিকে নারী দিবস পালন করা হয়। বিদ্যমান পুঁজিবাদী সমাজব্যবস্থা ক্রমশ বিকাশের ফলে ১১৩তম নারী দিবসে এসেও নারীর সামগ্রিক মুক্তি অর্জিত হয়নি। পুঁজিবাদ নারীকে পণ্যে পরিণত করে তার মুনাফা অর্জনের জন্য নারী অধস্তনতা, নারী নির্যাতন এবং বৈষম্যের সকল উপাদানকে টিকিয়ে রাখে, কাজেই নারীমুক্তির মূল শত্রু পুঁজিবাদকে রুখে দেয়ার মধ্য দিয়ে নারীমুক্তির লড়াইকে বেগবান করতে হবে।
এসময় সমাবেশে উপস্থিত চরাঞ্চলের নারীরা তাদের নানা সমস্যার কথা নেতৃবৃন্দের নিকট তুলে ধরেন।