বিশেষ প্রতিনিধি।। বাগেরহাট জেলা শহরে একটি আবাসিক হোটেল থেকে জাল টাকা তৈরিকারী একটি চক্রের প্রধান মোশারেফ হোসেন মৃধাকে (৪২) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে হোটেল বিলাসে এই অভিযান চালানোর সময় তার কাছ থেকে ১৮টি ১ হাজার টাকার জাল নোট, ২ বোতল তরল পদার্থ, ১ হাজার টাকার নোটের মাপে ৪টি স্বচ্ছ গ্লাস, ৪০টি ১ হাজার টাকার নোটের মাপের কাগজ উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া মোশারেফ মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিম গ্রামের মৃত শাহেদ আলী মৃধার ছেলে।

বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, জেলার পৌর শহরের মেইন রোডস্থ রাহাতের মোড়ের আবাসিক হোটেল বিলাসের চতুর্থ তলার ৭ নম্বর কক্ষে ডিবি পুলিশ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরিকারী মোশারেফ হোসেন মৃধাকে গ্রেফতার করা হয়। জাল টাকাসহ তা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

Share.
Exit mobile version