নিজস্ব প্রতিবেদক।। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি বরিশালের বাবুগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে প্রকল্পভুক্ত উপকারভোগীদের আর্থিক অনুদান ও বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির চরউত্তর ভূতেরদিয়া সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ আমিন উল আহসান।
বরিশাল রিজোনাল ব্যবস্থাপক অরুণ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, এসডিএফের জেলা আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় শাহা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশ অফিসার সনজিৎ চন্দ্র শীল প্রমুখ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ নজরুল ইসলাম, এসডিএপ জেলা ব্যবস্থাপক আজাদুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এইচ এম মিজানুর রহমান, বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় বাবুগঞ্জ, গৌরনদী ও আগৈলঝরা উপজেলার ২৫ জন অসহায় পরিবারের শিক্ষার্থীদের ছয় লক্ষ টাকা চেকে ও বিকাশে প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে ৭৫০ জন উপকারভোগী ৯ হাজার টাকা করে ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব অনুদান প্রদানের লক্ষ্য মা-বোনদের সুসংগঠিত করে এসডিএফ এর মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা, অনুদানের সঠিক ব্যবহারের মাধ্যমে আয়ক্ষম পরিবেশ সৃষ্টি করা। দেশ ইতিমধ্যে দরিদ্রসীমা থেকে উন্নত হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসডিএফ আগরপুর ক্লাস্টারের ব্যবস্থাপক মোঃ রাজিব হোসেন, ডিইউও মোঃ আসলাম আলী মৃধা, সিএফ নির্মাণ ইঞ্জিনিয়ার মোঃ মহিবুল্লাহ, সিএফ মোঃ জহির মাহামুদ খান, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, সুবল চন্দ্র মিস্ত্রি, মোঃ ইমন আহম্মেদ, মেঘনা আক্তার নদী, সিএফ স্বাস্থ্য শারমিন খানম।