অনলাইন ডেস্ক।। শুক্রবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঈদে বাড়ি ফেরার বাসের অগ্রিম টিকিট বিক্রি।

বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাসমালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করবেন। ওইদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট দেয়া হবে।

ভাড়ার বিষয়ে তিনি বলেন, বিআরটিএ-এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। বাসমালিকদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।

Share.
Exit mobile version