বিশেষ প্রতিনিধি ।। সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।
গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামি হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রানা (২৫) এবং তাঁর সহযোগী সায়েম আহম্মেদ সিজান (২৫)।

এ দুজনকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে চক্রের সদস্যরা যেকোনো তালা ভেঙে অথবা কেটে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩–এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান।

র‍্যাব-৩–এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা হলেন রানা। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করা বিভিন্ন মডেলের মোটরসাইকেল নিজ হেফাজতে রাখেন। পরে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে মোটরসাইকেলগুলো বিক্রি করে দেন।

আসামিদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব
আসামিদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাবছবি: র‌্যাবের সৌজন্যে
আসামিদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাব। এ চক্রের একাধিক সিন্ডিকেট থাকার তথ্য জানিয়ে র‍্যাব-৩ বলেছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে র‌্যাব অভিযান চালাচ্ছে।

Share.
Exit mobile version