রাঙা প্রভাত ডেস্ক।। ঘূর্ণিঝড়ের সময় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এমন পরামর্শ দেন।
ঘূর্ণিঝড়ের সময় পানি জমে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই প্রধানমন্ত্রী এই সময়ে বিদ্যুৎ ও গ্যাসের কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দেন।
তিনি বলেন, এই পদক্ষেপ (গ্যাস ও বিদ্যুৎ বন্ধ) সাময়িক দুর্ভোগ সৃষ্টি করলেও মানুষের জীবন রক্ষা করবে। তাই আমরা এই ধরনের ব্যবস্থা নেব ও নিচ্ছি।
‘মোখা’ নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঘূর্ণিঝড় কেন্দ্রগুলোকে প্রস্তুত রেখেছি ও মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি।