১৯৭৩ সালের ৭ মার্চ জাতীয় সংসদ নিবার্চন হবে। বরগুনা মহকুমা আওয়ামীলীগের প্রার্থী বাছায়ের দায়িত্ব পালন করছেন ভূমি মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত। জানুয়ারি মাসের প্রথমে তিনি বরগুনা মহকুমার বামনা থানায় যাবেন কিন্তু বাধা সৃষ্টি করলেন সতন্ত্র প্রার্থী জনাব সৈয়দ আর আর ইরতিজা। মাননীয় মন্ত্রীকে লঞ্চ থেকে নামতে দেয়া হয়নি। বরগুনা জেলার আওয়ামীলীগ নেতা আসমত আলী সিকদার এবং শাহাজাদা আব্দুল মালেক খান মন্ত্রির নিকট প্রস্তাব করলেন যে আমাকে বরগুনার এসডিও নিয়োগ না করা হলে সুষ্ঠু নির্বাচন হবে না। এ সময় আমি খুলনা জেলার মেজিষ্ট্রেট ছিলাম। কয়েক দিনের মধ্যে আমাকে বরগুনা এসডিও নিয়োগ করা হয়। আমার নিয়োগের উদ্যোগ গ্রহণ করেন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত এবং শেখ ফজলুল হক মনি। ১৯৭৩ সালে ২৯ জানুয়ারি আমি মহকুমা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করি। আমার নেতৃর্ত্বে বরগুনায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়। এমপি নির্বাচিত হলেন আওয়ামীলীগের প্রার্থী শাহাজাদা আব্দুল মালেক খান, আসমত আলী সিকদার এবং নিজাম উদ্দীন আহমেদ। আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং তিন সংসদ সদ্যসকে। তারা কেউ বেঁচে নেই। আমি তাদের আত্মার শান্তি কামনা করি।

সিরাজ উদ্দীন আহমেদ
সাবেক এসডিও বরগুনা,

প্রধান উপদেষ্টাঃ দৈনিক রাঙা প্রভাত।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার প্রাপ্ত ২০২২

Share.
Exit mobile version