নিজস্ব প্রতিবেদক।। ঢাক, ঢোল, বাঁশি, কাসর, বাজিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির ব্রাহ্মনন্দিয়া দাস পাড়া সর্বজনিন  শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে লোকনাথের ১৩৩তম স্মরণোৎসব উপলক্ষে (২ জুন) শুক্রবার রাতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে  শনিবার (৩ জুন)  দিনব্যাপী পূজাসহ ধর্মী নানা আনুষ্ঠানিকতায় লোকনাথ  স্মরণোৎসব অনুষ্ঠান  সম্পন্ন হয় ।

দাস পাড়া সর্বজনিন  শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির কমিটির সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনান্যদের মধ্যে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব চন্দ্র শীল,  উপেন চন্দ্র মন্ডল,  রেজাউল হক সুমন মিয়া, সেলিম খান, ইউপি সদস্য আসলাম ঢালী।

লোকনাথ স্মরণোৎসব দুইদিন ব্যাপি অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নয়ন দাস, অরুন ঘোষ, সমির দাস, তপন দাস, বাসুদেব দাস, নিমাই দাস, সুনিল দাস, দিলিপ দাস, মনতোস দাস প্রমুখ।

 ভোগের পর সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Share.
Exit mobile version