রাঙা প্রভাত ডেক্স।। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার (১৫ জুন) চীনের ওয়ার্কার্স স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। দুদল মাঠে নামার আগে আর্জেন্টিনার প্রাণভ্রমরা লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চান ম্যাচের সহকারী রেফারি জং ফেই। টানেলে রেফারির ইচ্ছা পূরণ করেই মাঠে নামেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা।

শুধু এবারই না, আবদারের পর মেসি রেফারিদের অটোগ্রাফ দিয়েছেন আরও বেশ কয়েকটি উপলক্ষে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে ২-০ গোলে জয় পায় মেসির দল। শুরুতে মেসির গোলের পর কাতার বিশ্বকাপ জয়ীদের হয়ে গোল করেন জার্মান পাজেলা। বাঁশি বাজার কিছুক্ষণ পর এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। এ সময় বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে তিনবারের বিশ্বজয়ীরা। এনজো ফার্নান্দেজ ডি-বক্সের বাইরে থাকা মেসিকে পাস দেন। মেসি একটু সামনে এগিয়ে বাঁ পায়ে শট নেন জাল বরাবর। মুহূর্তেই শুরু হয় উদযাপন।

ম্যাচের ৫ মিনিটে আবার সুযোগ পেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাক অ্যালিস্টারের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। ফলে আশাহত হতে হয় লিভারপুলের নয়া এ সাইনিংকে। অস্ট্রেলিয়া সবচেয়ে বড় আক্রমণটি করেছিল প্রথমার্ধের মাঝমাঝি সময়। কিন্তু তাদের শট ডি বক্সের ভেতর আর্জেন্টাইন এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে হাওয়ায় ভেসে শট নিয়ে তখন দলকে বিপদমুক্ত করেন ক্রিস্টিয়ান রোমেরো।

৬৮ মিনিটে রদ্রিগো ডি পল বল দেন মেসিকে। মেসি বল পেয়ে একজনকে কাটিয়ে আবার ডি পলের কাছে পাস দেন। ডি পল উড়িয়ে মারেন অস্ট্রেলিয়ার গোলপোস্টের সামনে। উড়ন্ত বলে হেড করেন জার্মান পাজেলা, ডান প্রান্ত দিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জালে প্রবেশ করে।

জং ফেইকে অটোগ্রাফ দিচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত

Share.
Exit mobile version