রাঙা প্রভাত ডেস্ক।।

ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে জন গেছে আগামী মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতো উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ। নৌকা প্রতীকে প্রার্থী দিলেও নেতাকর্মীরা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন, এ বিষয়ে দলের ভেতরে আলাপ-আলোচনা চলছে বলে একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মধ্যে এ বিষয়ে আলাপ আলোচনা চলছে।’

দলীয় সূত্র মতে, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপিসহ  কয়েকটি দলের নেতাকর্মীরা নির্বাচনে অংশ না নেওয়ায় সেখানে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেয়ায় অনেক স্থানেই উৎসব ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই অনেক সিনিয়র নেতারা উপজেলা নির্বাচনে এই ধারা অব্যাহত রাখতে আগ্রহী। প্রতীক থাকলেও দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবেন।

# প্রার্থিতা উন্মুক্ত রাখতে চায় অধিকাংশ কেন্দ্রীয় নেতা।

# দলের ভেতরে আলোচনা চলছে।

# নির্বাচন যোগ্য হয়েছে ৪৮৫টি উপজেলা পরিষদ।

# ২০১৯ সালে উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত করেছিল আ.লীগ।

Share.
Exit mobile version