একটা “শার্ট” এর গল্প
মোঃ সাইফুল ইসলাম (বেলাল)

গুরুজনরা বলে যেমন
ব্যবহারেই বংশের পরিচয়,
তেমনি একটা সুন্দর শার্ট
ফুটিয়ে তুলে সৌন্দর্যের পরিচয়।
একটা সুন্দর শার্ট
বুঝিয়ে দেয় আপনি কতটা স্মার্ট,
একটা সুন্দর শার্ট
বুঝিয়ে দেয় আপনি কতটা পরিচ্ছন্ন।
চাকরির ইন্টারভিউ দিবো
পরিধান করি একটা সুন্দর শার্ট,
অফিসে এর মিটিং যোগদান করবো
পরিধান করি একটা সুন্দর শার্ট।
বন্ধুর বিয়েতে যাবো
পরিধান করি একটা সুন্দর শার্ট,
একটা পার্টিতে যাবো
পরিধান করি একটা সুন্দর শার্ট,
বন্ধুদের সাথে ঘুরতে যাবো
পরিধান করি একটা সুন্দর শার্ট,
শার্ট আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ
কিন্তু যখন পূরণ হয়ে যায়
তখন আমরা ভুলে যাই
এ-ই শার্ট এর মর্মকথা
ফেলে দেই পায়ের নিচে
ভুলে যাই এ-ই সুন্দর শার্টের জন্য
আজ আমাদের জীবন সুন্দর।

Share.
Exit mobile version