বিশেষ প্রতিনিধি।। সুনামগঞ্জের ধর্মপাশায় একটি মসজিদের টাকা ও জমি নিয়ে দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৩৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার তারাবি নামাজের পর উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী জানায়, স্বরসতীপুর গ্রামের জামে মসজিদের ফান্ডের টাকা ও জমি দখল নিয়ে দুপক্ষের লোকজনের মধ্য দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে তারাবি নামাজের পর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আজাদের লোকজনের সঙ্গে সাবেক ইউপি সদস্য কালাম ও শামছু মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ টেঁটা-বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৩ জন টেঁটাবিদ্ধ হন।

তাদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা জানান, মসজিদের টাকা ও জায়গা দখল করে নেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

Share.
Exit mobile version