সরকারি আদেশ অমান্য ও জেলা শিক্ষা কর্মকর্তাকে হেয় করায় প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ১নং রমজানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক সরকারি আদেশ অমান্য করে শৃঙ্খলা পরিপন্থী কাজে অংশ নেওয়া এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে বাবুগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ওই মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সিকদার, যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোক্তার হোসেন, সম্পাদক শহিদুল ইসলাম, রমজানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রাণী চন্দ, সহকারী শিক্ষক সমাজের সভাপতি আল-আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ। এর আগে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা রিসোর্স সেন্টার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১নং রমজানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সন্ধ্যা নদীর ভাঙন কবলিত হলে সেখান পাঠদান কার্যক্রম সচল রাখার জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে আরেকটি নতুন ভবনের বরাদ্দ দেয় শিক্ষা অধিদপ্তর। তবে চতুর্মুখী লুটপাটের অভিসন্ধিতে বিদ্যালয়ের নিজস্ব রেকর্ডিয় জমি বাদ দিয়ে গোপনে নদী থেকে মাত্র ১৪ ফুট দূরে একটি অবৈধ জমিতে এলজিইডির যোগসাজশে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করে ম্যানেজিং কমিটি। সেখানে পুরাতন স্কুল ভবন সংস্কারের জন্য আসা সরকারি বরাদ্দের কয়েক লাখ টাকা আত্মসাৎ করাসহ ৩ লাখ টাকার ১০টি বড় গাছ নিলামের নামে মাত্র ২৬ হাজার টাকা মূল্য নির্ধারণ করে লুটপাটের উদ্দেশ্যে শিক্ষা অফিসকে না জানিয়ে নদীপাড়ের অবৈধ জমিতে ৪০ লাখ টাকার নতুন ভবন নির্মাণকাজ শুরু করে ম্যানেজিং কমিটি। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে নদী পাড়ের ওই অবৈধ জমিতে ভবন নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন জেলা শিক্ষা কর্মকর্তা। জেলা কর্মকর্তার নির্দেশে উপজেলা শিক্ষা অফিস এলজিইডিকে চিঠি দিয়ে নদী পাড়ের ওই অবৈধ জমিতে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং গ্রামবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব রেকর্ডিয় জমির ৪০০ নং খতিয়ানের ১৩৮ ও ১৪০ দাগে নতুন ভবনটি নির্মাণের নির্দেশনা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে রোববার রমজানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়া উদ্দিন মনিরের নেতৃত্বে জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে মানববন্ধন করে ম্যানেজিং কমিটি। এদিকে সরকারি নির্দেশ অমান্য করে মানববন্ধন এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করে সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন বাবুগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার তারা উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

Share.
Exit mobile version