রফিকুল ইসলাম রনি।। চতুর্থ দফায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বুধবার (৫ জুন) অনুষ্ঠিত বাবুগঞ্জ উপজেলা পরিষদে প্রবাদ পুরুষ প্রয়াত আবদুল ওহাব খানের কনিষ্ঠ কন্যা জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বিনতে ওহাব আনারস প্রতীকে ২৮ হাজার ৫ শত ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১ শত ১৪ ভোট।
বুধবার (৫ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
নবনির্বাচিত চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব বাবুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানও ছিলেন।
আওয়ামী লীগ সমর্থক ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবাইদুল হক জুয়েল তালা প্রতীকে ২৪ হাজার ৮ শত ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মোঃ হাদিসুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ২০ হাজার ৭ শত ৪৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিফাত হোসেন তাপসী ফুটবল প্রতীক নিয়ে ২৬ হাজার ৪ শত ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌরিন আক্তার আশা হাঁস প্রতীকে ২৫ হাজার ৪ শত ৫ ভোট পেয়েছেন।
বাবুগঞ্জে মোট ভোটার ছিল ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। এর মধ্যে ৫৫ হাজার ২৬৩ জন ভোট দেন। এক হাজার ৬৩৫টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ৫৩ হাজার ৬২৮টি।