নিজস্ব প্রতিবেদকঃ ডেসকো’র বিদুৎ গ্রাহকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জনান।
তিনি বলেন, ঈদের এই পবিত্র দিনে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি দয়া, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসা প্রকাশ করি। আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করি।
দেশের সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি তিনি সকল বিদুৎ গ্রাহককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের গুঁড়িয়ার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সন্তান।