বরিশাল অফিস :- বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ববি’র স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৭ ও ২৮ ডিসেম্বর।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২৪টি বিভাগে ১৪’শ ৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার নয় শত ৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় শাখা পরিবর্তনে আবেদনকারীর সংখ্যা ১৩ হাজার ২৭১ জন। এবছরও ‘ক’, ‘খ’ ও ‘গ’ এ তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ‘খ’ ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে আবেদনকারী রয়েছেন ১০ হাজার ১০৬ জন।

শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারটা পর্যন্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটের তিনশত আসনের বিপরীতে ছয় হাজার ১২ জন আবেদনকারী রয়েছেন। শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হবে।

এছাড়াও ‘ক’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে আবেদনকারী ২০ হাজার ৫৬৭ জন। আগামী শনিবার বেলা এগারটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরিক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল সরকারি মহিলা কলেজ ও সরকারি বরিশাল কলেজে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার জালিয়াতি ও অসদুপায় অবলম্বন রোধে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের মুখ ও কান অনাবৃত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ বাইরের কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক জ্যামার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা নির্বিঘœভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম দায়িত্বরত থাকবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্রসহ (ডাউনলোড করা) পরীক্ষার হলে প্রবেশ, পরীক্ষার শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত তথ্যসহ এসএসসি অথবা এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা মেনে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করার জন্য অনুরোধ জানিয়েছেন বিশ^বিদ্যালয় প্রশাসন। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েসাইটে  পাওয়া যাবে।

Share.
Exit mobile version