
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমার রাজনীতি হলো মানুষের কষ্ট দূর করার রাজনীতি। আমার রাজনীতি মানুষের সমস্যা সমাধান করার রাজনীতি। কার কী সমস্যা, কার কী প্রয়োজন, কার কী অভাব-অভিযোগ, সেটা জানার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছি। মানুষ হিসেবে আমি আমার দায় ও দরদের জায়গা থেকে রাজনীতি করার চেষ্টা করি। আমাকে কিছু মানুষ মূল্যায়ন করে, আমার কথা শোনে, সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজে এমপি-মন্ত্রী না হয়েও এলাকার মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে বরিশালে দেড় হাজার কোটি টাকার কাজ বরাদ্দ করিয়েছি। আগামী ডিসেম্বরের মধ্যে সেসব কাজ দৃশ্যমান হবে।’
বৃহস্পতিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর প্রেসক্লাবে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সভাপতিত্বে সমসাময়িক বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
প্রধান অতিথির বক্তৃতাকালে ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ কাজের প্রথম অংশ বরিশাল পর্যন্ত তদবির করে একনেকে পাস করিয়েছি। এছাড়াও বাবুগঞ্জ-মুলাদীর মধ্যবর্তী মীরগঞ্জ সেতুর কাজ আবার চালু করিয়েছি। এর পাশাপাশি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর, কেদারপুর এবং চাঁদপাশায় নদী ভাঙন প্রতিরোধ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিচিহ্ন বসতবাড়ি রক্ষা, জাদুঘর মেরামত ও সংস্কার, রহমতপুর ও বাবুগঞ্জ বাজারের রাস্তা নির্মাণ, কলেজ গেট থেকে লাকুটিয়া পর্যন্ত সড়ক সংস্কারসহ উপজেলার ৩৬টি রাস্তা পাকাকরণ, ৬৭টি নতুন রাস্তা নির্মাণ, ৭৬টি মসজিদ-মন্দির সংস্কার, ৯৮টি টিউবওয়েল স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও সেবার মান বৃদ্ধিসহ ৩টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ১০টি কমিউনিটি ক্লিনিক সংস্কারের জন্য আবেদন করেছি। এর অনেকগুলো ইতোমধ্যে পাস হয়ে কাজ শুরু হয়ে গেছে। বাকিগুলোর কাজও পর্যায়ক্রমে দৃশ্যমান হবে।’
বিমানবন্দর প্রেসক্লাব সদস্য ও চর সাধুকাঠী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মনিরুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব প্রকৌশলী জি.এম রাব্বি, যুগ্ম-আহবায়ক সুজন তালুকদার, যুগ্ম-সদস্য সচিব ডাঃ তানভীর আহমেদ, রায়হান উদ্দিন, বিমানবন্দর প্রেসক্লাবের আইন সম্পাদক ও বরিশাল জজকোর্টের এজিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন মাহমুদ, প্রচার সম্পাদক মহিউদ্দিন খাঁন রানা, কার্যনির্বাহী সদস্য ও ব্র্যাক কর্মকর্তা আবু হানিফ ফকির, সদস্য নবীন দাস, প্রকৌশলী মহসিন উদ্দিন শামীম প্রমুখ। ওই মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে বিমানবন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। #