প্রেমিক অথবা বিপ্লবী

 

আমাকে,

দৈব চয়নের মাধ্যমে যে কোন একটি স্বত্বা বেছে নিতে

বলা হয়েছিল-

প্রেমিক,

অথবা বিপ্লবী!

 

আমি বলি;

প্রেমিক আর বিপ্লবী- পরস্পর সম্পূরক।

 

অথচ এই সহজ কথাটুকু বুঝতে,

তোমাদের কেটে গেল এতকাল;

যতকাল লেগেছে আমার-

প্রেমিক থেকে বিপ্লবী,

বিপ্লবী থেকে প্রেমিক হয়ে উঠতে।

 

খোঁজ

 

কবিতা লেখব,

পারছি না- কলম হারিয়ে ফেলেছি।

 

খুঁজছি,

এখানে-ওখানে;

নদীতে-সমুদ্রে;

কাছে-দূরে;

সবুজ বনে- সৌন্দর্যের অতলে!

 

সকাল থেকে দুপুর;

বিকেল গড়িয়ে গোধুলির স্নিগ্ধতায়;

জোছনায় সাজানো বসন্ত রাতে;

দ্বিপ্রহরে বৃষ্টিতে ভিজে ভিজে- আমি চলেছি!

 

অবশেষে দেখতে পাই;

আমার কলম বিঁধে আছে- তোমার খোঁপায়!

 

প্রতিবিম্ব

 

এখন সন্ধ্যা;

আঁধারের ঢালে বসে আছি-

মদের পেয়ালা সাজিয়ে!

 

শামুকের মুখ থেকে,

শ্যাওলা কুড়িয়ে তুলছে ঝিনুক;

যেভাবে আমরা মুছে ফেলি- ক্লান্তি মাখা মৌসুম!

 

অথচ,

নারীরা ঘুমিয়ে পড়ে-

শীতল বিছানা সাজিয়ে!

 

জেগে থাকে কেবল,

উষ্ণতা মোড়া চাদরে ধ্রুপদী বিন্যাসে বিন্যস্ত স্বপ্ন-

যা অবেলায় ঝরে যায়, প্রতিটি প্রত্যাখ্যানে।

 

আমি সব’ই দেখতে পাই-

মদের বুকে ভেসে বেড়ানো প্রতিবিম্বে!

Share.
Exit mobile version