রাঙা প্রভাত ডেস্ক:- প্রায় পাঁচমাস পর ভারত নিয়ন্ত্রিত জম্মু- কাশ্মীরে ফের চালু হতে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট । ১৫ জানুয়ারি বুধবার থেকে মধ্য কাশ্মীরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে শুরু হবে কাশ্মীরে ব্রডব্যান্ড ইন্টানেট ফের চালু করার প্রক্রিয়া। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্য কাশ্মীরের ৪৮ ঘণ্টা উত্তর কাশ্মীর আর সবশেষে দক্ষিণ কাশ্মীরে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। এর আগে গত সপ্তাহে, কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে জানতে চেয়েছিল ভারতীয় সুপ্রিম কোর্ট। এরপই ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ধাপে ধাপে কাশ্মীর উপত্যকায় ব্রডব্যান্ড পরিষেবা ফেরানোর সিদ্ধান্ত হয়।

গত ৫ আসস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর মাধ্যমে কাশ্মীরে বিশেষ সুবিধা বাতিল করে ভারত সরকার। এরপরই সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মী ।

Share.
Exit mobile version