বরিশাল অফিস:- র‌্যাবের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে নুর আলম (৫০) নামের এক প্রতারককে আটক করা হয়েছে। আটক প্রতারকের নাম নুর আলম। আটক নুর আলম জেলার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন হাওলাদারের পুত্র। বুধবার দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় এ তথ্যা জানানো হয়েছে।

সূত্রমতে, বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক নুর আলমকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। র‌্যাব জানায়, আটক নুর আলম র‌্যাবের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে নুর আলম র‌্যাব দ্বারা ধরে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিতো। এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বাবুগঞ্জ থানাধীন কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে নুর আলমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম তার অপরাধ স্বীকার করেছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে নুর আলম জানিয়েছে, সে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share.
Exit mobile version