
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ফাউন্ডেশনের ১০ বছরের টানা বৃক্ষ রোপন কর্মসূচীর লক্ষ্যের তৃতীয় বছরের কার্যক্রম শুরু করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আশফাকুর রহমান ফাহিম ও সাধারণ সম্পাদক তাওহীদ হাসান বাঁধনের নেতৃত্বে কাঠবাদাম, কৃষ্ণচূড়া,আইসফল ও বকুল ফুলের অর্ধশতাধিক চারা বাইপাস সড়ক, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রধান প্রধান সড়কে চারা রোপণ করা হয়। কার্যক্রম তিনদিন অব্যাহত থাকবে।

