
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা প্রতিনিধি।। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে গত মঙ্গলবার ৩০ শে সেপ্টেম্বর সকাল থেকে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা, বামনডাঙ্গা,বড়দল বাজার সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সাতক্ষীরা তিন আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোহাম্মদ শহিদুল আলম।
এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন পূজা উদযাপনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা চাই, শান্তিপূর্ণভাবে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হোক।
তিনি আরো বলেন আগামীতে ধানের শিষ প্রতীক কে জয় যুক্ত করে অবহেলিত সাতক্ষীরার তিন আশাশুনিকে মডেল উপজেলা হিসাবে রুপান্তরিত করার সহযোগিতা করবেন এবং যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে আশাশুনি ও কালীগঞ্জের ব্যাপক উন্নয়ন আমার হাত দিয়েই সাদিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের ভবিষ্যৎ তারেক জিয়ার জন্য দোয়া করবেন।
এ সময় সফর সঙ্গে হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম শাহাজান আলী, মেম্বার রকিবুজ্জামান খান, মোঃআজগর আলী, মোহাম্মদ সাহেব আলী, জিএম মিঠুন, আনারুজ্জামান টিটু,আইয়ুব আলী সরদার এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, জিনারুল ইসলাম, মোহাম্মদ রফিক সর্দার রেজাউল সদ্দার, মুছা মোল্লা, আহসান মোল্লা, রাহান সরদার, সাদ্দাম সর্দার, মলিল মোল্লা, কেনা,মনি, জাম্বু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জন সমুদ্রে রূপান্তরিত হয়।

