নিষিদ্ধ প্রেম

– ভীষ্মদেব বাড়ৈ

কাল থেকে কতোটা ভালোবাসি তোকে দেখিস!
তোর বুকে এঁকে দিব- যুদ্ধের শিস!

ফুল কুড়াতে গিয়ে ফুলের ডালসহ তুলে আনবো তোকে,
জল আনবো না শুধু- সমুদ্র গ্রোগ্রাসে খাবো;
পিরামিড ভেঙে- বজ্রাসনে তোর ছবি আঁকবো হৃদয়ে।

গোপন যুদ্ধে তোকে মারবো- অঠাঁই জলে মরবো ডুবে ডুবে,
রাত্রি গিলে গিলে- দিন গিলে গিলে-
তোকে বাঁচাবো নিজ প্রয়োজনে!

টাল-মাটাল দুনিয়ার অধিশ্বর যাকে বলিস, তোকে পাওয়ার নেশায়-
তার সাথে যুদ্ধ বাঁধাবো,
মুসোলিনী, হিটলার যাহাই বলিস-
লজ্জা নেই- লজ্জা নেই, লজ্জা নেই,
তোকে ভালোবাসতে- রণতরী ছেড়ে দিব বুকে-
আণবিক চুল্লিতে দাউদাউ আগুন জ্বলে,
তোকে বাঁচানোর ছলে
নিজে পুড়ে ছাই-ভস্ম হবো,
স্তম্ভিত-কম্পিত আমি
আগুনের লাভা শেষ হতে হতে
তোকে আলিঙ্গন শেষে
ফের দক্ষিণমুখী হবো,
তবু আমি নিরুত্তর প্রশ্নহীন তোর কাছে যাবো,
আমি সাবমেরিন- আমি সাবমেরিন,
মাভৈঃ, মাভৈঃ, মাভৈঃ- তোকে আমি শর্তহীন পাবো-
জলজ্যান্ত বাঘের দেহে শিস দিতে দিতে
মেঘবালিকা,
জলজ্যান্ত তোকেই আমি, তোকেই আমি নিশর্ত পাবো।

Share.
Exit mobile version