শেখ মুজিবুর রহমান

উৎপল চক্রবর্তী

কি ডাক দিয়েছিলে সেদিন.
রেসকোর্স ময়দান ছিল উত্তাল
কানায় কানায় পরিপূর্ণ.
দেশি -বিদেশী পাকিস্তানি বনববর্ষ.
নরপশুরা লেজগুটিয়ে পালালো.
তোমার মাত্র একটি ডাকে.
নারী -পুরুষ পরল ঝাপিয়ে.
নিজের জীবন বিষরজন দিয়ে.
পিতা -মাতা তার আদরের সন্তানকে .অস্ত্র হাতে তুলে দিয়ে বললো.
তোমাকে চাইনা চাই আমার সাধীনতা.
তোমার চেয়েও প্রিয় আমার সাধীনতা.
বাসর ঘড়ের নববধূটি ফুলশয্যায়.
শায়িত না হয়ে.
সামীর হাতে অস্ত্র তুলে দিয়ে বললো.
যাও আজ রাতে আমার চাওয়া সাধীনতা. তোমাকে চাইনা চাই আমার সাধীনতা ..
ছোট্ট বোনটি তার দাদাকে.
ভাইফোটার দিনে বললো.
যম দুয়ারে দিয়েছি কাটা.
দাদা তুমি এনে দাও আমায়.
আমার সাধীনতা.
কি এমন ডাক দিয়েছিলে.
বংগবন্ধু শেখ মুজিবুর রহমান

Share.
Exit mobile version