বরিশাল অফিস:- একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনকে স্মরণ করে তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুক্রবার বিকেলে নগরীর জগদ্বীশ সারস্বত বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে উদ্বোধণ করা হয়েছে। উৎসব চলবে আগামী ১৬ ফেব্রæয়ারী পর্যন্ত।

বরিশাল উদীচী জেলা সংসদ ও বরিশাল নাটকের আয়োজনে উৎসবের উদ্বোধণ করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক বদিউজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল, মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি কাজল ঘোষ, কবিতা আবৃত্তি সংগঠনের সভাপতি আজমল হোসেন লাবু, নাট্যকার আবুল খায়ের সবুজ, বরিশাল উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস, বরিশাল নাটক সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ সারতি, উদীচীর সদস্য পাপিয়া জেসমিন, জগদ্বীশ সারস্বত বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম উপস্থিত ছিলেন। উৎসবের উদ্বোধণী অনুষ্ঠানে শিশুদের শিল্পীদের নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসব মেলায় ১০টি স্টল অংশগ্রহন করেছে।

 

Share.
Exit mobile version