নিজস্ব প্রতিবেদক:- প্রতিবছরের ন্যায় উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে হযরত খাজা মনির উদ্দিন চিশ্তী (রা:) এর বাৎসরিক ওরশ মাহফিল রোববার মাগরিব বাদ অনুষ্ঠিত হয়ে দিবাগত রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরের ঐতিহাসিক ঝাউতলা মাজার শরীফ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।

বাৎসরিক উরশ শরীফ মোবারক অনুষ্ঠানে সমাজসেবক শিক্ষানুরাগী ও মাজার কমিটির সভাপতি মোঃ রেজাউল হক সুমন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব গোলাম শাহরিয়া বাদল। উরশ মোবারক অনুষ্ঠানে আনিছুর রহমান হিমুর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানবেন্দ্র বালো, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সানাউল হক মিয়া প্রমুখ।

মাজার কমিটির সভাপতি টুপি পড়িয়ে প্রথমেই অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আগরপুর হযরত খাজা মনির উদ্দিন চিশ্তী (রা:) এর পাক দরবারের বাৎসরিক অনুষ্ঠানে বিগত বছরের চেয়ে এবছর পুরুষ-মহিলা ভক্তদের সুগামনে মাজার প্রাঙ্গন কানায় কানায় ভরে যায়। আছরবাদ মাজার প্রাঙ্গনে ওয়াজ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে ওয়াজ নছিয়ত করে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষায়ক সম্পাদক কাজী আঃ রহমান।

অনুষ্ঠানে অশংখ ভক্তদের মাঝে ইসলামিক শরিয়াত ও মারফতি পালাগান পরিবেশন করেন পরদেশী বাউল পরদেশী বাউল শিল্পি করিম সরকার, রুবেল দেওয়ান, তানিয়া সরকার ও মুক্তা নূর । মাজার কমিটির সভাপতির মহতি উদ্যোগ ও অর্থায়নে ব্যাপক ভাবে এবছরে ঐতিহাসিক ঝাউতলা মাজার প্রাঙ্গনের আশপাশ নানা কালার রংগের বাতি দ্বারা আলোক সজ্জায় সজ্জিত করা হয়। ঐ এলাকার মানুষের মধ্যে এতোদিন আনন্দ বিরাজ করছিল বোরবারের অনুষ্ঠানের দিনটির জন্য।

মাজার কমিটির সভাপতি মোঃ রেজাউল হক সুমন মিয়া বলেন, আমাকে যেন মহান আল্লাহ তায়ালা এবছরের মতো প্রতিবছর সুন্দার সুষ্ঠ ভাবে এ পবিত্র মাজার শরীফের বাৎসরিক উরশ করতে রহমত করে। মাজারের বাৎসরিক উরশ মোবারক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সদস্য মোঃ জামাল হোসেন।

এদিকে উরশ মোবারক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থপনায় মোঃ রশিদ শিচতী হাওলাদার, আমির বিশ্বাস, খাদেম কাছেম বেপারি, দুলাল বাবুর্চী, লিটন বাবুর্চী, আজিজ বাবুর্চী, মিলন বাবুর্চী, হাছান বাবুর্চী, আরিফ বাবুর্চী, জামান মিয়া, রত্তন বেপারি, শহিদুল বাবুর্চী, কামাল বাবুর্চী, মাসুম হাওলাদার, ইউপি সদস্য বাবুল বেপারি, নিজাম দফাদার, কানাই দাস, শাহিন বাবুর্চী, সবুজ ফরাজিসহ সকল সদস্য বৃন্দ ছিলেন।

Share.
Exit mobile version