বরিশাল অফিস:- শনিবার বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় সাংবিধানিক আইন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় মোট ৭০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রে নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে শনিবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নয়জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ সার্বক্ষণিক তদারকি করেন। এসময় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আতাউর রাব্বী, শরীফ মোঃ হেলাল উদ্দিন, রুমানা আফরোজ, জিয়াউর রহমান ও আতাউর রাব্বী পরীক্ষার হলে দায়িত্ব পালন করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ বহিস্কারের সত্যতা স্বীকার করে বলেন, এলএলবি প্রথম বর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে বজায় রাখার জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।