
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে জরুরী দুর্যোগ প্রস্তুতি অনুশীলন -২০২৫ : স্কুল ও কমিউনিটি পর্যায়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান), মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এস এম মনোয়ার হোসেন। অনুষ্ঠানে ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।স্বাগত বক্তব্যে প্রজেক্ট ম্যানেজার, মোঃ শামসুল হক মৃধা বলেন, প্রকল্পের আওতায় আমরা স্থানীয় সিপিপি স্বেচ্ছাসেবকদের সহায়তায় স্কুল ও কমিউনিটিতে পর্যায়ক্রমে দুর্যোগ প্রস্তুতি মহড়া আয়োজন করছি, যা জনগণের দুর্যোগ মোকাবিলায় বাস্তব প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। তিনি আরও জানান, চলতি বছর ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আশাশুনি উপজেলার সবচেয়ে দুর্যোগপ্রবণ ইউনিয়ন প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নে মোট ৭টি মহড়া সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফয়সাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ইএসডিও ও মুসলিম এইডের এই সচেতনতামূলক কার্যক্রম থেকে যা শিখব, তা ভবিষ্যতে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করবে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ে এমন বাস্তবধর্মী অনুশীলন আয়োজনের জন্য ইএসডিও ও মুসলিম এইডকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করব।” প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম বলেন, আমরা সব সময় ইএসডিও-মুসলিম এইডকে পাশে পাই। এই আয়োজনটি অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী, যা আমাদের জন্য অনেক সহায়ক হবে।” দুর্যোগ পূর্ব প্রস্তুতি মহড়ায় প্রায় সহস্রাধিক মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।