বরিশাল অফিস:- বরিশাল বিভাগে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এক হাজার ৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৮১ জনকে কোয়ারেন্টিনে আনা হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়ে বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা এক হাজার ৫৭ জনের অধিকাংশই প্রবাসী। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিভাগের ছয় জেলার হিসেব অনুযায়ী, বরিশালে নতুন ২২ জনসহ ১৭৯ জন, পটুয়াখালীতে নতুন ১০২ জনসহ ১৭৯ জন, ভোলায় নতুন ২১ জনসহ ২০১ জন, পিরোজপুরে নতুন ৬৪ জনসহ ১৮৪ জন, বরগুনায় নতুন ৪১ জনসহ ১৮৬ জন এবং ঝালকাঠিতে নতুন ৩০ জনসহ ১২১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন একজনসহ ছয়জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরগুনা জেলায় একজন ও বরিশাল শেবাচিম হাসপাতালে একজন রোগীকে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং আগের একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে বিভাগে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিন শেষ করেছেন ৬৬ জন এবং গত ২৪ ঘন্টায় শেষ করেছেন ২৭ জন। যারমধ্যে বরিশালে ১৫ জন, পটুয়াখালীতে ২০জন, পিরোজপুরে পাঁচজন, বরগুনায় ১৭জন ও ঝালকাঠিতে নয়জন রয়েছে।

Share.
Exit mobile version