নিজস্ব প্রতিবেদক:- করোনা প্রতিরোধে শুক্রবার সকাল থেকে নগরীতে সকল প্রকার মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ। তবে সরকারী কাজে ব্যবহৃত, স্বাস্থ্য সেবা এবং সংবাদ কর্মীদের মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মেট্টোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নির্দেশে করোনা প্রতিরোধে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তিনি আরও বলেন, এর আগে যানবাহন চলাচল বন্ধ করার পর ভাড়ায়চালিতসহ অসংখ্য ব্যক্তিগত মোটরসাইকেল কোন কারণ ছাড়াই চলাচল করায় এ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
তাছাড়াও তিনি জানান, সরকারী কাজে ব্যবহৃত, স্বাস্থ্য সেবা এবং সংবাদ কর্মীদের মোটরসাইকেল এ ঘোষনার আওতামুক্ত থাকবে।