বরিশাল অফিস:- বরিশাল বিভাগে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ৭০৮ জন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ৪২৩ জন চিকিৎসক রয়েছেন, যারা এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন। আর এই চিকিৎকরাই করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি জানান, বরিশাল বিভাগের ৪৪টি সরকারি, ৬৭টি বেসরকারি হাসপাতাল রয়েছে যা চিকিৎসাসেবা দেয়ার জন্য ২৪ ঘন্টা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভাগে যে পরিমান ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দেয়া হয়েছে তা বিতরণের পর এখনো সাত হাজারের ওপরে মজুদ রয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যে দুইজন মারা গেছেন, তাদের মধ্যে একজন গত ৬ এপ্রিল নারায়নগঞ্জ থেকে এসেছে এবং ঝালকাঠি যে তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে তারাও নারায়নগঞ্জ থেকে এসেছে। তিনি বলেন, নারায়নগঞ্জ থেকে যারা আসছেন, তাদের আসার যে পথটি রয়েছে সেটি বন্ধ করার জন্য নৌ-পুলিশের ডিআইজিকে বলেছি।

Share.
Exit mobile version