রাঙা প্রভাত ডেস্ক :-  সারা দেশের মধ্যে রাজধানী ঢাকাতেই করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত । আইইডিসিআর’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ৩ হাজার ৭৫১ জন।

এরমধ্যে পুরান ঢাকা, মিরপুর ও মোহাম্মদপুরে সংক্রমণ বেশি। পুরান ঢাকার লালবাগে ৭৭, ওয়ারিতে ৪১, গেন্ডারিয়ায় ৪২ ও শাঁখারিবাজারে ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

বংশালে ৫৪, চকবাজার ৩২ ও চানখারপুলে ৩১ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত।

মিরপুর-১৪-তে-৩৭ ও মিরপুর-১ ও মিরপুর-১১ এ ৩১ ও টোলারবাগে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত।

এছাড়া, রাজারবাগে-১৩৮, যাত্রাবাড়ীতে-৯১, মোহাম্মদপুরে-৬৮, মহাখালী-৬৪, উত্তরায়-৫৯, মুগদা-৬২, শাহবাগে- ৫০, তেজগাঁওয়ে-৫০, বাসাবো-৩৩, ধানমন্ডিতে-৩৭ ও গুলশানে-২৭ জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর। এছাড়াও করোনা সতর্কতায় অনেক এলাকা ও ভবন লকডাউন করা হয়েছে।

Share.
Exit mobile version