- দৌলতপুরে বিভিন্ন বাহিনীর সন্ত্রাসীদের ধরতে পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’ অভিযান
- মহম্মদপুরে ১৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক
- আশাশুনিতে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা
- আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল
- সাতক্ষীরার প্রথম নারী ডিসি আফরোজা আখতার
- সাতক্ষীরার চালতেতলা ডাষ্টবিনের পচা ময়লার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ;সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
- জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন
- শোভনালীতে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
Author: রকুল ইসলাম রনি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার বিস্তীর্ণ ও দূর্গম চরে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ‘কাকন বাহিনী’ ও ‘মন্ডল বাহিনী’ সহ বিভিন্ন বাহিনীর সন্ত্রাসীদের ধরতে ‘অপারেশন ফার্স্ট লাইট’ নামে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আজ রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদীর চরাঞ্চলে একযোগে এ অভিযান চালানো হয়। ‘অপারেশন ফার্স্ট লাইট’ নামে আইনশৃঙ্খরা বাহিনীর চলা এ অভিযানে অংশ নেয় পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ৫টি বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিপুল পরিমান মাদক ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল…
সুব্রত সরকার, মহম্মদপুরন (মাগুরা) প্রতিনিধি।।মাগুরা মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আশরাফুল (৪৩) নামের এক যুবক আটক । রোববার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশরাফুল বড়রিয়া এলাকার মৃত. সলেমান বিশ্বাসের ছেলে। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, আশরাফুল ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল এমন অভিযোগের ভিক্তিতে পুলিশ ও সেনাবাহিনী সম্মিলিতভাবে একটি টিম গঠন করে ঘটনারদিন ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার শরিরে থাকা এবং রুমের ভেতরে তল্লাশী করে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার নিকট থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি লিডার্স শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে লিডার্স শ্যামনগর সাতক্ষীরার বাস্তবায়নে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এ সভার আয়োজন করে। ফোরামের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার, সিনিঃ ফিল্ড ফ্যাসিলেটর সিরাজুল ইসলাম, সদস্য লিংকন আসলাম, বিমল কুমার মন্ডল, রতন অধিকারী, বনমালী দাশ, মারুফা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় লবণ পানির প্রভাব থেকে মিষ্টি পানির ফসল রক্ষা, ভূগর্ভের বালু উত্তোলন রোধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন ও কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “কাজী হঠাও ধানের শীষ বাঁচাও” ও “আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি” সহ বিভিন্ন শ্লোগানে এলাকা প্রকম্পিত করে হাজার হাজার নারী-পুরুষের বিশাল মিছিলটি করিম সুপার মার্কেট থেকে শুরু হয়ে কুল্যার মোড় ও ব্যাংদহার মোড় হয়ে পুনরায় করিম মার্কেটে গিয়ে শেষ হয়। শফিকুল ইসলাম ও ফিরোজ আহমেদ জর্জের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জহির উদ্দীন, আঃ ওহাব, মেম্বার ইব্রাহিম হোসেন, রফিকুজ্জামান বকুল,…
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সাতক্ষীরা জেলার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতার। তিনি বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হবেন। বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিলেট…
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সুলতানপুরের শেষ সীমানা ও ৫ নাম্বার ওয়ার্ডের শুরুতে চালতেতোলার এক ডাস্টবিনের ময়লা পচার দুর্গন্ধেএলাকাবাসী অতিষ্ঠ। এব্যাপারে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নিকট অভিযোগ দিলেও আজও তার প্রতিকার হয়নি।সরজমিনে পরিদর্শনে গেলে ডাস্টবিনের পচা ময়লার দুর্গন্ধের সত্যতা মেলে। ডাস্টবিনের পচা দুর্গন্ধের এলাকায় অবস্থান সত্যি দুর্বিষাও হয়ে পড়েছে। ডাস্টবিনের পার্শ্ববর্তী এলাকায় জুড়ে রয়েছে সাতক্ষীরা খ্রিষ্টান মিশন, সাতক্ষীরা দুই নাম্বার মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা একাডেমি,সেবামূলক প্রতিষ্ঠান সিস্টার বাড়ি এবং কিছু দূরে রয়েছে চালতেতলা বাজার। যার প্রভাবে এলাকায় বিভিন্ন সময় অনেকে রোগগ্রস্ত হতে দেখা যায় । সূত্রমতে জানা যায় এ ব্যাপারে ফাদার রেফা ডমিনিক বলেন আমাদের এই মিশনে…
আহাদুল্লাহ সানা সাতক্ষীরা।। জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে ক্ষমতায়ন করা: টেকসই সক্ষমতা গড়ে তুলতে সরকারি সম্পদ, সেবা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের প্রবেশাধিকার বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপ (ক্রাগ) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-সাতক্ষীরার বাস্তবায়নে সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গি জনৈক রোজিনা আক্তারের বাড়ির চত্ত্বরে শনিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা নারী প্রতিনিধিগণ ১৩টি সমস্যা চিহ্নিত করে বলেনÑ পৌরসভার প্রাণকেন্দ্রে মধুমল্লারডাঙ্গিতে নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান। নেই কোন আশ্রয়কেন্দ্র। বছরের ৯মাস এখানে জলাবদ্ধতায় হাবুডুবু খেতে হয়। পানি নিষ্কাশনের জন্য নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। বাল্যবিবাহ, মাদক, শিশুশ্রম, নারী নির্যাতন এখানকার বড় সামাজিক সমস্যা। অনিরাপদ…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বসুখালী হাফিজিয়া মাদরাসা জামে মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ জিয়াউর রহমানের সভাপত্বিতে ও সেক্রেটারি আলহাজ্ব দেছের আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা। অনুষ্ঠানে উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার গোলাম কিবরিয়া, শ্রমিকল্যান ফেডারেশনের সভাপতি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাফিউল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মোঃ আছাফুর রহমান, অভিভাবক সদস্য মোঃ রায়হান হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। সমাবেশে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত আগমন-প্রস্থানসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেধক।। চট্টগ্রাম, ০৮ নভেম্বর ২০২৫। চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ (PNS SAIF) । আজ শনিবার (০৮-১১-২০২৪) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
