রাঙা প্রভাত ডেস্ক।। নিজের ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। এর মধ্যেই তাহসানের কোলে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কোলের শিশুটি তাহসান ও রোজা দম্পতির, মা-বাবা হয়েছেন তারা। সম্প্রতি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় তাহসান ব্যক্তিগতভাবে বেশ বিব্রত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তাহসান বলেন, ‘ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে কোনো কিছু যাচাইবাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক। এদিকে, সঙ্গীত জীবনের ২৫ বছর উপলক্ষে চলতি সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঙ্গীতশিল্পী তাহসান।

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version