জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বিছটে খোলপেটুয়া নদীর ভেড়ী বাঁধ আবারও ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসী বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার শঙ্কায় হতাশা গ্রস্ত হয়ে পড়েছে।

বিছট সরকারি প্রাইমারী স্কুলের পাশে বেড়ী বাঁধে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। জোয়ারের পানির চাপে ফাটল ধ্বসে গেলে নদীর পানিতে এলাকা প্লাবিত হতে পারে।

গত বছর একই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছিল। ঈদের নামাজ শেষ করতে পারেনি এলাকার মানুষ। ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট, ২১ হেক্টর জমির মৎস্য ঘের ও হাজার হাজার ক্ষতিগ্রস্থ ও বানভাসি মানুষ আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী পাউবো বাঁধে। সেই থেকে ক্ষতিগ্রস্ত মানুষ দুর্বিষহ জীবন যাপন করে আসছে। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version