জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি আলিম মাদ্রাসায় আলিম এর ছবক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (ভার্চ্যুয়ালী), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর নূরুল আফসার মোরতাজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বসুখালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মোস্তাহিদুর রহমান, কম্পিউটার শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।