স্টাফ রিপোর্টার, বরিশাল।। বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের বাসিন্দা এক তরুনীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণার পাশাপাশি দন্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কবীর আকন ও জব্বার বেপারী। তারা হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা। এজাহারের বরাত দিয়ে তিনি আরও জানান, ২০১৩ সালের ২৮ জুলাই সকালে হিজলা উপজেলার পূর্বকোড়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হক বেপারীর মেয়ে খাদিজা আক্তার (১৮) তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে পাশের একটি বাগানের মধ্যেনিয়ে আসামিরা জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে (খাদিজা) হত্যা করে লাশ গুম করতে খালের পানিতে ডুবিয়ে রাখা হয়। ২৯ জুলাই বিকেলে পুলিশ ওই এলাকার শিলনিয়া খাল থেকে খাদিজা আক্তারের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত খাদিজার মামা উপজেলার মাসকাটা গ্রামের মৃত আব্দুস ছত্তার রাড়ীর ছেলে মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে থানা পুলিশ কবীর আকন ও জব্বার বেপারীকে ঘটনার সাথে জড়িত থাকার প্রমান পেয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে পুলিশ ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালতের বিচারক মামলায় ১৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ১২ বছর পর চাঞ্চলকর ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় সোমবার উল্লেখিত রায় ঘোষণা করেছেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version