শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন খুচরা সার ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, হঠাৎ করে সনদ স্থগিত হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদের অনেকেই জমি-জমা বিক্রি করে বা ধার-দেনা করে মূলধন তৈরি করে এই ব্যবসা শুরু করেছিলেন। এই মুহূর্তে তাদের সনদ বাতিল করা হলে পরিবার-পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় থাকবে না।
এছাড়াও, খুচরা সার বিক্রেতারা জানান যে কৃষকদের কাছে তাদের মোটা অঙ্কের টাকা বাকি (বকেয়া) রয়েছে। ব্যবসা বন্ধ হয়ে গেলে এই বকেয়া টাকা উত্তোলন করাও অসম্ভব হয়ে পড়বে। এর ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে শৈলকুপার খুচরা সার ব্যবসায়ীরা সহকারী কমিশনার (ভূমি) সিরাজোস সালেহীনের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা অবিলম্বে সনদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
তাদের দাবি: লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার।
ব্যবসায়ীদের পরিবার-পরিজন নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা।
বকেয়া টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিত করা