জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে মোটর সাইকেলের ধাক্কায় মৎস্য ঘের ব্যবসায়ী ইন্তাজ গাজী নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১.৩০ টার দিকে উপজেলার শোভনালী টু বুধহাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুধহাটা ইউনিয়নের হাজীডাঙ্গা গ্রামের আনার আলী গাজীর ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী ইন্তাজ গাজী (৪০) দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বাই সাইকেলে চড়ে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। সড়কের আঃ সাত্তার মাস্টারের বাড়ির কাছে পৌছলে পিছন দিক থেকে যাওয়া একটি দ্রুত গতির মোটর সাইকেল তার সাইকেলকে ধাক্কা দিয়ে ঠেলে হিচড়ে সড়কে নিয়ে ফেলে। সর্বশরীরে রক্তাক্ত জখমী ইন্তাজ গাজী ঘটনা স্থলেই ইন্তেকাল করেন। স্থানীয় জনতা তাড়াকরে ঘাতক মোটর সাইকেল চালককে আটক করে। মোটর সাইকেল চালক শোভনালী গ্রামের মাওঃ সাইদুল ইসলামের ছেলে বলে জানাগেছে।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version